29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

নরেন্দ্র মোদির বাড়িতে আপ্যায়িত হবেন শেখ হাসিনা

বিশেষ সংবাদ

- Advertisement -

দিল্লি সফরে নরেন্দ্র মোদির বাড়িতে আপ্যায়িত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই হবে দুই নেতার আলাপচারিতা। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুরু হতে যাচ্ছে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে, শুক্রবার বিকালে আয়োজক দেশ ভারতের রাজধানীর নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন অনুষ্ঠিত হবে শনি ও রোববার।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসবেন। এমন খবর আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে মোদি আলাপচারিতা করবেন নিজের বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে। আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে, লেখা হয়েছে ওই প্রতিবেদনে।

শনিবার সকাল থেকে শুরু হবে জি-টোয়েন্টি দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-টোয়েন্টি গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই, মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলে মনে করছে কূটনৈতিক মহল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। নৈশভোজ এবং সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনার রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত