
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে এলেও দেশটির পাশে আছেন বিশ্ব নেতারা।ট্রাম্প হুমকি দিলেও তারা ইরানের পাশে আছেন বলে জানিয়েছেন।
১৩ অক্টোবর হোয়াইট হাউজে ট্রাম্প ইরান চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানালে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে। চুক্তিতে দেশগুলোর জাতীয় স্বার্থ রয়েছে বলে জানানো হয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন বলছে, চুক্তি অবসানে শুধু একটি দেশ নয়, আরো অনেক কিছু সম্পৃক্ত।
এ প্রসঙ্গে একজন প্রেসিডেন্ট একটি আন্তর্জাতিক চুক্তিকে নিজের মনে করতে পারেন কি না, সেই প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আরও বলেন, ট্রাম্প জানেন না চুক্তিটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নয়, এর সঙ্গে অনেক রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে।
২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের এই চুক্তি হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে চুক্তিটি সম্পন্ন হয়েছিল।
এদিকে ট্রাম্প তার সিদ্ধান্তের পক্ষে বলেছেন, ইরান ইতোমধ্যে চুক্তি লঙ্ঘন করেছে, ফলে দেশটির পারমাণবিক সক্ষমতার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পথ সহজ হয়েছে। দেশটি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন তিনি। অবশ্য এখনই চুক্তি থেকে সরে না এসে সিদ্ধান্ত নেয়ার ভার তিনি মার্কিন কংগ্রেসের ওপর ছেড়ে দিয়েছেন। কংগ্রেস এই চুক্তির শর্ত পর্যবেক্ষণ করে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে।
