
কোন ভাবেই থামানো যাচ্ছিল না কিম জং উনকে। বিদেশ সফর থেকে শুরু করে আলোচনার টেবিলে বসা, কিছুতেই রাজি না উত্তর কোরীয় এই নেতা। বলা হচ্ছিল চিনের সমর্থনে এভাবে কাউকে তোয়াক্কা না করে চলছেন কিম। তবে শান্ত হচ্ছেন কিম জং উন।
বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপ দিয়েও যাকে থামানো যায়নি তিনি এবার থামছেন। ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
বিবিসির খবরে বলা হয়েছে, সকল ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া শনিবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দিচ্ছে দেশটি।
কোরিয়ার এই সিদ্ধান্তে ভীষণ খুশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ট্রাম্প বলছেন, দুনিয়ার জন্য এটা সুখের সংবাদ।
এই বছর জুন মাসের প্রথম সপ্তাহে ট্রাম্প এবং কিমের বৈঠক করার কথা রয়েছে। আর যদি তাই হয়, তবে সেটি হবে উত্তর কোরিয় নেতার সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প এক টুইটে কিমকে ‘রকেট মানব’ বলে উপাধি দিয়েছিলেন।
আহা//মাও
