
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহর থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, সেনাদের সরিয়ে নেওয়া ছাড়া মস্কোর সামনে আর কোনো পথ খোলা ছিল না।
বুধবার খেরসন থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয় মস্কো। এছাড়াও নিপার নদীর পশ্চিম পার থেকে সেনাদের সরানোর নির্দেশ দেওয়া হয়। গত ৯ মাসের যুদ্ধে ইউক্রেনে বিভিন্ন অঞ্চলের রাজধানীগুলোর মধ্যে শুধু খেরসনই রাশিয়ার পূর্ণ দখলে ছিল।
এ প্রসঙ্গে টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের সেনাপ্রধান জালুঝনি বলেন, পালানো ছাড়া রাশিয়ার কোনো উপায় ছিল না। এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উভয় পক্ষের প্রায় দুই লাখ সৈন্য হতাহত হয়েছে।
এর মধ্যে এক লাখ রাশিয়া এবং এক লাখ ইউক্রেনের সৈন্য। বেসামরিক নাগরিক মারা গেছে অন্তত ৪০ হাজার। এ ধারণা করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি।
পিহা/ফই
