
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ তহবিলে প্রতিশ্রুত আর্থিক সহযোগিতা অর্ধেকে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এ বছর এ খাতে দেশটির সাড়ে বারো কোটি ডলার দেয়ার কথা থাকলেও, এখন তার পুরোটা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাতিসংঘকে ৬০ মিলিয়ন ডলার পাঠানো হবে। কিন্তু বাকি ৬৫ মিলিয়ন ডলার দেয়া হবে কি না, তা ভবিষ্যতে বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিথার নিউয়ার্ট বলেছেন, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়নি।
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রায় ৩০ শতাংশ অর্থ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই বাজেটেই স্বাস্থ্য ও শিক্ষাসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম সরবরাহ করা হয়। মার্কিন এ নতুন সিদ্ধান্তের ফলে, ফিলিস্তিনে চলমান ত্রাণ কার্যক্রম অর্থসংকটে পড়বে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, জাতিসংঘ ফিলিস্তিনে যে সব অতি প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলো সেগুলো চালিয়ে যেতে না পারলে, গুরুতর সংকট তৈরির আশঙ্কা রয়েছে। ফলে সেই পরিস্থিতি এড়াতে জাতিসংঘ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি জানিয়েছেন।
মাহা/শুকি//
