
বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচন পর্যবেক্ষকদের বরাতে বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
গেলো সোমবার ‘২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।
প্রতিবেদনে বাংলাদেশবিষয়ক অংশে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, কারাগারের পরিস্থিতি, বিচারব্যবস্থা, মানবাধিকার এবং নির্বাচন প্রসঙ্গ উঠে আসে।
২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের খবরে এই নির্বাচন পর্যবেক্ষকদের কাছে সুষ্ঠু ও অবাধ বলে বিবেচিত হয়নি বলে প্রতিবেদনে উঠে আসে।
এ প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক সম্পর্কর বিশ্লেষকরা বলছেন, দেশের মানবাধিকরা পরিস্থিতি কাঙ্থিত মাত্রায় সফলতা পায়নি। নির্বাচনী ব্যবস্থা সকলের কাছে আরো গ্রহণযোগ্য করার পরামর্শও দেন তিনি।
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৯৮টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির ওপর ভিত্তি করে।
