32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

বিশ্বের কিছু লাক্সারি ব্র্যান্ড

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018. Currently, he is the "In-Charge Of Online" at Nagorik Television.
- Advertisement -

ফ্যাশন নিয়ে এখন আমরা সবাই কমবেশি সচেতন। আর বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে এমন কিছু ব্র্যান্ড, যা মানুষের অবস্থান, ক্ষমতা এবং সম্পদের জানান দেয়। এমনি কিছু ব্র্যান্ড এর নাম জেনে নেয়া যাক। কেনার সামর্থ্য না থাকলেও, জানতেতো মানা নেই।

 

লুই ভুইতোঁ- ফ্রেঞ্চ এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে। বিশ্বে আধিপত্য বিস্তারকারী ব্র্যান্ডগুলোর মধ্যে লুই ভুইতোঁ অন্যতম। পোশাক, জুতা, ব্যাগ, ঘড়ি, অলংকার, সানগ্লাস, বইসহ ফ্যাশন সম্পর্কিত আরো নানা অনুষঙ্গ তৈরি করে এই ব্র্যান্ড। বিশ্বে ৫০টি দেশে এর ৪৫০টি শোরুম রয়েছে। বর্তমানে তাদের ব্র্যান্ড ভ্যালু ২৮.৮ বিলিয়ন মার্কিন ডলার।

 

এর্মেস অথবা হার্মেস- এটিও ফ্রেঞ্চ একটি ব্র্যান্ড। থিয়েরি এর্মেস ১৮৩৭ সালে প্রতিষ্ঠা করেন। ফ্যাশন সম্পর্কিত সব প্রোডাক্টই এদের রয়েছে। লেদার আইটেম এবং পারফিউমের জন্য তারা বেশি প্রসিদ্ধ। বর্তমানে ব্র্যান্ড ভ্যালু ১০.৬ বিলিয়ন মার্কিন ডলার।

আউডি- জার্মান ব্র্যান্ড আউডি বিলাসবহুল গাড়ির জন্য বিশ্বে সুপরিচিত। এটি ১৯৬৬ সাল থেকে ভক্সওয়াগেন এর একটি সাবসিডিয়ারি। ২০১৮ সালে এটি ফোর্বস পত্রিকায় উঠে আসে বিশ্বের অন্যতম দামি ব্র্যান্ড হিসেবে। বর্তমানে এর ব্র্যান্ড ভ্যালু ১৪.১ বিলিয়ন মার্কিন ডলার।

 

ডিওর- বিলাসবহুল এই ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে ডিজাইনার ক্রিস্টিয়ান ডিওর এর দ্বারা। ইউরোপে এটি বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। ডিওর পারফিউম, ঘড়ি এবং জুয়েলারি তৈরি করে থাকে। বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

 

এস্টে লডার- এটি যুক্তরাষ্ট্রের একটি কসমেটিক ব্র্যান্ড। প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে। এটি সব ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট এবং পারফিউম তৈরি করে। ব্র্যান্ড ভ্যালু ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

বিএমডব্লিউ- জার্মানির ব্র্যান্ড বিএমডব্লিউ প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে। গাড়ি যাদের শখের জিনিস, তাদের নিশ্চয়ই এই ব্র্যান্ড সম্পর্কে নতুন করে বলার নেই। আপনি বিএমডব্লিউ থেকে নামলেন তো লোকের চোখ বাঁকা হয়ে আপনার দিকে গিয়েই ঠেকবে। ২০২৫ সালের মধ্যে এটি বেশ কটি ইলেক্ট্রিফাইড গাড়ি লঞ্চ করতে যাচ্ছে। বর্তমান ব্র্যান্ড ভ্যালু ২৪.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

 

গুচি- ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড গুচি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। প্রথমে তারা ছোট পরিসরে লেদার  আইটেম দিয়ে শুরু করলেও পরে বিশ্বের ফ্যাশন দুনিয়ায় বিশাল জায়গা জুড়ে জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করে। ২০১৫ সালে ফোর্বস ম্যাগাজিনে এটি ৩৮তম দামি ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয়। তবে এর ব্র্যান্ড ভ্যালু খুব বেশি নয়। ১২.৭ বিলিয়ন মার্কিন ডলার।

জারা- স্প্যানিশ ব্র্যান্ড জারা প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। ফ্যাশন দুনিয়ার পাওয়ার হাউজ হিসেবে খ্যাত এর ব্র্যান্ড ভ্যালু ৯.৪ বিলিয়ন মার্কিন ডলার।

 

রোলেক্স- সুইজারল্যান্ডের কোম্পানি রোলেক্স প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। ঘড়ির জন্য এটি একটি লাক্সারি ব্র্যান্ড। বিশ্বে প্রথম ১৯২৬ সালে পানিরোধী ঘড়ি তৈরি করে এই ব্র্যান্ড। স্পোর্টস দুনিয়ায়ও এর আধিপত্য রয়েছে। বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৮.৭ বিলিয়ন মার্কিন ডলার।

 

এছাড়াও ফ্যাশন দুনিয়ায় রয়েছে প্রাডা, বারবারি, কার্টিয়ে, ফেন্ডি, অস্কার ডে লা রেন্তাসহ দামি অনেক ব্র্যান্ড।

 

তাস/তুখ/ফাআ
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত