- Advertisement -

ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুই শিক্ষক এবং এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ১১ জন।
দেশটির এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে এক বন্দুকধারী প্রবেশ করে। এ সময় একদল শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ে সে। এতে দুইজন নারী নিহতসহ ৯ জন আহত হন। এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ দুইজন আহত হন। ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি।
- Advertisement -
