
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাকতিকা প্রদেশে জরুরি সহায়তা দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ভারি বৃষ্টিতে ও যন্ত্রের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থ সহায়তার আবেদন করেছে ক্ষমতাসীন তালেবান সরকার।
এমনিতেই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান খাদ্যসংকটে কঠিন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যেই ভূমিকম্প দিয়ে খড়গ চালাল প্রকৃতি। পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় ভূমিকম্পনে মারা গেছে হাজারেও বেশী মানুষ। আহত হয়েছে দেড় হাজারের উপরে।
ভুক্তভোগী ও উদ্ধারকর্মীরা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের গ্রামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে রাস্তা ও মোবাইলের টাওয়ার। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘসহ অন্যান্য সহায়তাকারী সংস্থাগুলি। এমন অবস্থায় দেশটির তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তা চেয়েছে। ডাকে সাড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
বুধবার ভোরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে প্রবল এই ভূমিকম্প হয়। জাতিসংঘের তথ্যমতে, ভূমিকম্পে প্রতি বছর আফগানিস্তানে গড়ে ৫৬০ জন মারা যান।
