- Advertisement -

যুক্তরাষ্ট্রের জর্জিয়া সিনেটে রান-অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। তার এই জয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলো ডেমোক্র্যাটরা।
গতকাল জর্জিয়ার সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। এই ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন রাফায়েল। নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জর্জিয়ায় রাফায়েল পুনর্নির্বাচিত হওয়ায় মার্কিন সিনেটে ডেমোক্র্যাটরা ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠ। গত ৮ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হয়। এই নির্বাচনে জর্জিয়া সিনেটে কোনো দলের প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান-অফ নির্বাচন হলো।
- Advertisement -
