- Advertisement -

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের লং মার্চ চলছে। আজ রাওয়ালপিন্ডিতে প্রবেশ করবেন দলের নেতা ইমরান খান। তবে নিরাপত্তা ঝুঁকি থাকায় লংমার্চ স্থগিতের আহ্বান জানানো হয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নেতাকর্মী, ভক্ত, সমর্থকরা। লংমার্চ শুরুর আগে এক ভিডিও বার্তায় নিজের ওপর হামলা চেষ্টার কথা স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, সরকার যা-ই করুক না কেন নির্বাচন হবেই। এদিকে, ইমরান খানকে পার্লামেন্টে ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। আর সন্ত্রাসী হামলার আশঙ্কায় লংমার্চ স্থগিতের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব আমলে না নিয়ে, লং মার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই প্রধান।
- Advertisement -
