
যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তবর্তী সান আন্তোনিও শহরে, একটি লরির ভেতরে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
জীবিত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে শিশুসহ আরও ১৬ জনকে। তারা সবাই অভিবাসীপ্রত্যাশী। এলাকাটিতে তীব্র তাপদাহ চলছে।
এর মধ্যে লরি ভেতরে গাদাগাদি করে যাচ্ছিলো তারা। এমনকি ভেতরে খাওয়ার পানিও ছিলো না। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে, এতো মানুষের প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
তাজ/ফই