
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে, একজন মার্কিন বাস্কেটবল তারকাকে মুক্তি দিলো রাশিয়া। বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে মুক্তির পর, দুইজনই নিজেদের দেশের উদ্দেশে রওনা হন।
অলিম্পিকে দুইবার স্বর্ণ জেতা মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার। গত ফেব্রুয়ারিতে মস্কো বিমানবন্দরে গাঁজার তেলসহ আটক হওয়ার পর, তাকে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয়। তার বিনিময়ে, যুক্তরাষ্ট্রে বন্দি রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে ফেরতের শর্ত দেয় রাশিয়া। সাবেক এই সোভিয়েত সেনাকে, হত্যার ষড়যন্ত্রসহ কয়েকটি অভিযোগে ২৫ বছরের জেল দিয়েছিলো যুক্তরাষ্ট্র।