32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

যুদ্ধ বন্ধে চীনের প্রস্তাব নিয়ে আলোচনার ঘোষণা

বিশেষ সংবাদ

- Advertisement -

কেবল রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নয়, ইউক্রেইন যুদ্ধ অবসানে কার্যকর মধ্যস্থতাকারী হতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রিয় বন্ধু পুতিনের সাথে মস্কোতে সাক্ষাতের পর এসব লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি। মস্কোর তরফ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে।

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি। মস্কোয় তাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফর করছেন শি।

এদিন স্থানীয় সময় বিকালে ‍ক্রেমলিনে দুই নেতার সাক্ষাৎ হয়। এসময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানিয়েছেন। পুতিন বলেন, আলোচনা চালানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এরপর দুই নেতা নৈশভোজে যোগ দেন।

গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসির ওই পরোয়ানা জারির পর শিই প্রথম কোনো বিশ্ব নেতা যিনি পুতিনের সঙ্গে দেখা করলেন।

পুতিন ন্যায়বিচার আর আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে এগিয়ে আসায় চীনের প্রশংসা করেন। জিনপিংও বলেন, পুতিনের  দৃঢ় নেতৃত্বে রাশিয়ার ব্যাপক উন্নয়ন-অগ্রগতি হয়েছে। রুশ জনগণ তার প্রতি তাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও আশা জিংপিংয়ের।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত