30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকার সফর ঘিরে সবার নজর

বিশেষ সংবাদ

- Advertisement -

প্রথমবারের মতো ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নানান বৈশ্বিক সমীকরণে, সের্গেই ল্যাভরভের এই সফর ঘিরে নজর সব মহলের। তার সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ, আগামী সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বন্ধুর খোঁজে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চষে বেড়ানো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবার পা ফেলছেন ঢাকায়। ঐতিহাসিক বন্ধুত্বে যেন চিড় না ধরে, সেই বার্তা দিতেই, তার ২৪ ঘণ্টারও কম সময়ের এই সংক্ষিপ্ত সফর। মস্কোর কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন।

ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক ঝালাইসহ বৈশ্বিক প্রেক্ষাপটে ল্যাভরভের এ সফর রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। ঢাকায় পৌঁছে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। আলোচনা করতে পারেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মস্কোর সক্রিয় সমর্থন, খাদ্য, সার ও জ্বালানির মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।

এছাড়া, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজকে প্রবেশের অনুমতি না দেয়ার বিষয়টি তুলতে পারেন ল্যাভরভ। পশ্চিমা চাপে কোণঠাসা রাশিয়া স্বাভাবিকভাবেই বন্ধুপ্রতিম বাংলাদেশকে পাশে চাইবে।

জাতিসংঘের বিভিন্ন ফোরামে আগামী দিনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সহযোগিতা চাওয়া হতে পারে। আলোচনার টেবিলে থাকবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্রগতি ও প্রভাব নিয়ে।

আগামীকাল সকালে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত