- Advertisement -

ইউক্রেনের খেরসনে অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। এদিকে, এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার ৬০ লাখ পরিবার।
রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের খেরসন অঞ্চল। গভর্নর জানিয়েছেন, এক রাতে এই অঞ্চলে ৫৪ বার গোলাবর্ষণ করা হয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যেই রাজধানীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভলোদিমির জেলেনস্কি। সতর্ক করে বলেছেন, এই তীব্র শীতেও প্রায় ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন আছে। সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে যাচ্ছে।
- Advertisement -
