
সব নারী ক্রু নিয়ে প্রথম ফ্লাইট চালালো সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইডেল। শনিবার ফ্লাইটটি রাজধানী রিয়াদ থেকে জেদ্দায় পৌঁছায়। বিষয়টিকে নারীর ক্ষমতায়নে মাইলফলক হিসেবে বর্ণনা করছেন সংশ্লিষ্টরা।
ফ্লাইডেলের মুখপাত্র ইমাদ ইসকানদারানি বলেন, ওই উড়োজাহাজের সাতজন ক্রুর মধ্যে বেশির ভাগই সৌদি নারী। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদির। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি একজন নারী।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ফ্লাইটে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০১৮ সালে প্রথম বিমান বালা নিয়োগ দেয় দেশটির বিমান সংস্থা ফ্লাইডেল। পরের বছর প্রথম একজন সৌদি নারীকে কো পাইলট হিসেবে দায়িত্ব দিয়েছিল সংস্থাটি।
সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন ২০৩০ সালের মধ্যে বছরে ৩৩ কোটি যাত্রী পরিবহন নিশ্চিত করতে চায়। এজন্য বড় বিনিয়োগ পরিকল্পনাও রয়েছে তাদের। যদিও সৌদি এয়ারলাইনসগুলো এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।
