
পাকিস্তানের সঙ্গে থাকা একটি সীমান্ত ক্রসিংয়ে গুলি চালিয়েছে আফগান তালেবান বাহিনী। গতকালের এ ঘটনায় পাকিস্তানের ছয় বেসামরিক ব্যক্তি ও এক আফগান সেনা নিহত হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছের সীমান্ত ক্রসিংয়ে এ গুলির ঘটনা ঘটে। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলে, আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সীমান্ত সেনারা উপযুক্ত জবাব দিয়েছেন। তবে এ জবাব দিতে গিয়ে তাঁরা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেননি।