- Advertisement -

সৌদি আরবের আকাবা শারে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে মোট যাত্রী ছিলেন ৪৭ জন, তার মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। দুর্ঘটনায় নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি। বাকিদের বিষয়ে তথ্য অনুসন্ধান এখনও চলমান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, বাসটি খামিস মুশাইত শহর থেকে মক্কায় যাচ্ছিল। আসির প্রদেশের আকাবা শার সড়কে একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
- Advertisement -
