
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ বাংলাদেশি। জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হতাহতদের সবারই নাম পরিচয় শনাক্ত হয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবের আসির প্রদেশে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে মক্কা যাওয়ার পথে, বাসটি গভীর খাদে পড়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসে মোট ৪৭ জন ওমরাহ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায়, আগাবত শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওমরাহ যাত্রীদের নিয়ে রুবা আল হিজাজ পরিবহন কোম্পানির বাসটি মক্কার উদ্দেশে যাচ্ছিল।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক সিস্টেমের ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। যাত্রীরা বাস থেকে নামতে না পারায় হতাহতের সংখ্যা বেড়েছে।
এদিকে, দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের নাম পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন কুমিল্লার, তিনজন কক্সবাজারের, দুইজন করে নোয়াখালী ও যশোরের এবং একজন করে লক্ষ্মীপুর, গাজীপুর ও চাঁদপুরের বাসিন্দা।
এছাড়া, আহত ১৭ জনের মধ্যে কুমিল্লার চারজন, লক্ষীপুরের দুই, মাগুরার দুই এবং চট্টগ্রাম, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও যশোরের আছেন একজন করে। এছাড়াও বাসে অন্য দেশের ১২ জন যাত্রীর মধ্যে ৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ৭ জন।
এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের, আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।
