25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

স্পেনের হেফাজতে দুই কাতালান নেতা

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018. Currently, he is the "In-Charge Of Online" at Nagorik Television.
- Advertisement -

কাতালোনিয়ার জাতীয় সংসদের প্রধান জর্ডি সানচেজ এবং ওমনিয়াম কালচারের প্রধান জর্ডি কুইজার্টকে পুলিশের হেফাজতে পাঠিয়েছে স্পেন। দেশটির আদালত তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে। কাতালোনিয়ায় ১ অক্টোবর অনুষ্ঠিত স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে এই দুজনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

 

স্প্যানিশ সরকার ওই গণভোট অবৈধ ঘোষণা করে। শান্তিপূর্ণ আন্দোলনের পরও কাতালোনিয়ার বেসামরিক নেতাদের জেলে ভরছে স্পেন, এই অভিযোগ তুলে কাতালান নেতা চার্লস পুজদেমন বলেছেন, ‘আমরা আবারও রাজনৈতিক বন্দী, যা দুঃখজনক’।

আদালতে হাজির করার সময় ধারণকৃত একটি ভিডিওতে জর্ডি কুইজার্ট কাতালোনীয়ার আন্দোলনকারীদেরকে আশা না হারাতে বলেছেন। কারণ তারা তাদের ভবিষ্যৎ অর্জন করেছেন।

উল্লেখ্য, কাতালান ভাষা ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে ওমনিয়াম কালচার। স্পেনের সরকার সতর্কতা জারি করে বলেছে, কাতালোনিয়াকে স্বাধীনতার ঘোষণা প্রত্যাহার করতে হবে। অথবা তারা স্পেনের সরাসরি নিয়ন্ত্রণের সম্মুখীন হবে।

- Advertisement -

আরও পড়ুন

সর্বাধিক পঠিত