
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের এটিআর- সেভেন্টি টু বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।
নেপালে আবারও যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সকালে নেপালের পোখারায় পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝামাঝিতে, ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, বিমানে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ৬০ জন নেপালি এবং ৮ জন বিদেশি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্যা হিমালয়ান। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও, পরে তাদের সঙ্গে যোগ দেন সেনা সদস্যরা।
সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন ধরে যায়। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সিরাজুম মুনির/ফই
