
এবারের নতুন বইগুলোকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী তিন বছর মিলে নতুন শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন হবে। পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি পর্যায়ক্রমে সংশোধন করা হবে বলেও জানান তিনি।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দীপু মনি। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করেন। একুশ শতকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন।
শিক্ষামন্ত্রী জানান, নতুন পাঠ্যক্রমে ভুল থাকলে তা পর্যায়ক্রমে সংশোধন করা হবে। শিক্ষার্থীদেরকে আধুনিকভাবে গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
সময় শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ কারিগরি থেকে শিক্ষা শেষ করার পর অনার্স-মাস্টার্স করতে চায়, সেটার সুযোগ রেখেই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে।
দীপু মনি বলেন, আগামী দিনে আমরা জেলায় জেলায় বোমাবাজি চাই না। ১০০ সেতু ও রাস্তার উদ্বোধন চাই। হাওয়া ভবন আর খোয়াব ভবন চাই না। দেশকে এগিয়ে নেয়া যদি দেশপ্রেম হয়, তাহলে শেখ হাসিনাকে আগামীবার ভোট দেয়াও দেশপ্রেম হবে।
