- Advertisement -

সংস্কারের অভাব, নেই যথাযথ ব্যবস্থা। এসব কারণে পর্যটকশূন্য হতে চলেছে জামালপুরের লাউচাপড়া পিকনিক স্পট। মানুষজন এখন সেখানে যায় না বললেই চলে।
জামালপুরের বকশিগঞ্জের গারো পাহাড়ের চূড়া। ২৬ একর জায়গাজুড়ে নব্বইয়ের দশকে এখানে নির্মিত হয়, লাউচাপড়া পিকনিক স্পট। গড়ে তোলা হয় টাওয়ার, বাংলো, শিশুপার্কসহ অনেক কিছুই।
নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে, একসময় ভ্রমণ পিপাসুদের ঢল নামতো এখানে। কিন্তু, সংস্কারের অভাবে, সেসব এখন অতীত। স্পটটি এখন পর্যটকশূন্য হতে চলেছে।
স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, শিগগিরই নেয়া হবে পদক্ষেপ।
আবারো পর্যটকদের আনাগোনায় মুখর হবে লাউচাপড়া পিকনিক স্পট, এমনটাই প্রত্যাশা সবার।
- Advertisement -
