
অবকাঠামো ও জনবল সংকটে জর্জরিত নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার। ফলে চাহিদা অনুযায়ী বাচ্চা উৎপাদন করা যাচ্ছে না। সুযোগ থাকতেও বাড়ছে না লাভের অংক। কেন্দ্রটিকে উন্নত করে গড়ে তোলা গেলে পোল্ট্রিখাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় ৭ দশমিক আট সাত একর জমির উপর প্রতিষ্ঠিত, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার। বছরে বিভিন্ন প্রজাতির ২ লাখেরও বেশি দেশী-বিদেশী হাঁসের বাচ্চা উৎপাদন হয় এখানে। যা দেশের বিভিন্ন স্থানের খামারী ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়।
এখানকার হাঁসের বাচ্চাগুলোর মান উন্নত হওয়ায়, চাহিদাও রয়েছে বেশ।
কিন্তু অবকাঠামো ও জনবল সংকটে, দীর্ঘদিন ধরেই চাহিদা অনুযায়ী বাচ্চা সরবরাহ করতে পারছে না সরকারি এ খামারটি। মোট ১৬টি শেডের মধ্যে মাত্র ৩টি কার্যকর। ১৮ জন কর্মরত থাকার কথা থাকলেও, বর্তমানে ৬টি পদই পড়ে আছে শূন্য।
তবে আশার কথা হচ্ছে, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারটি অত্যাধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা চলছে।
