- Advertisement -

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আর নেই। ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ছয় দফা আন্দোলনেরও অন্যতম সংগঠক তিনি। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ছিলেন, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
- Advertisement -
