
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশনেন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্ত্বরে অায়োজিত বিশাল অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজিউদ্দিন অাহমেদ রাজু ।
নরসিংদী সদর অাসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরোর সভাপতিত্বে অালোচনা সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রদান মানিক, সদর থানা আওয়ামীলীগের আহব্বায়ক অাফতাব উদ্দিন ভুইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অাওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিউদ্দিন এহমেদ রাজু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগে কোন সন্ত্রাসীর স্থান নেই। নরসিংদী জেলা ও শহর আওয়ামীলীগের চলমান বিবাধ নিরশনে কাজ চলছে। অচিরেই দলের কাউন্সিল হবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু ধারার আওয়ামীলীগ গঠনে ভুমিকা রাখুন। শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নেতাকর্মীদের প্রতি আহব্বান জানিয়ে বর্ষিয়ান এই রাজনীতিক শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
অালোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দিনব্যপী আওয়ামীলী ও সহযোগী সংগঠনগুলো প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, গণভোজ, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার অায়োজন করে।
