
ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডে উন্নত চিকিৎসা প্রযুক্তিতে সবচেয়ে অগ্রগামী। এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি দাবি করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ।
ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, থাই রাষ্ট্রদূত মিসেস মাখওয়াাদি সুমিতমো। এসময় তিনি থাইল্যান্ড মেডিকেল ট্যুরিজমের সুযোগ সুবিধাসমুহ তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন, ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন, নির্বাহী পরিচালক, কাজী শারহান সাইফসহ অন্যরা। ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্সের নেতৃত্বে থাইল্যান্ড এবং প্রতিবেশী দেশগুলিতে সম্মিলিত ভাবে ৪৯টি নেটওয়ার্ক হসপিটাল পরিচালিত হয়।