
শিবচরের ভদ্রাসনে নব-নির্মিত ‘নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন’ ও ‘লুৎফর রহমান খান একাডেমিক ভবন’ উদবোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে শিবচরের রাজারচর উচ্চ বিদ্যালয়ে এই একাডেমিক ভবনগুলো উদ্বোধন করা হয়।
এসময়ে চীফ হুইপ বলেছেন, শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শুরু হয়েছে। নার্সিং ইনস্টিটিউট এবং আইএসটি ইনস্টিটিউট-এর কাজ চলমান রয়েছে।
চীফ হুইপ আরও বলেন, এই করোনাকালীন দেশব্যাপী বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ সেলিম প্রমুখ।
