
নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার যোশর বাজার জেটি প্রাঙ্গনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফাসাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইয়ার রাখিল, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টারসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের নাম ভাঙ্গানো অনেকে কখনোই আওয়ামীলীগ ছিলো না। তারা নৌকার বিরুদ্ধে নির্বাচনে পরাজিত হয়ে এখন নৌকা এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। কেউ এই দলে ফাটল সৃষ্টি করতে পারবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে।
সমাবেশ থেকে সম্প্রতি দল ও নেতৃবৃন্দের বিরুদ্ধে দেয়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নরসিংদী প্রতিনিধি/এমআর
