
করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধির বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন কাকরাইল ওয়াইএমসিএ ভবনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রায় পাঁচশতাধিক নারী পুরুষকে দাফন কাজের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। করোনাসহ নানারোগে মারা যাওয়া মানুষদের গোসল এবং সৎকার, অন্তোস্টিক্রিয়া, সমাধির কাজে তারা অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দাফন টিম সারাদেশে রাতদিন ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে। করোনায় মৃতদের কোনো রকম অর্থ ব্যয় ছাড়াই লাশ গোসলসহ দাফন কাজ করে আসছে।
২০০০ সালে করোনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার লাশ দাফন করেছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে ৪ হাজার ৭৫৪ জন মুসলিম, ৫৯০ জন সনাতন ২৭ জন বৌদ্ধ এবং ৩৯ জন খ্রিষ্টান ধর্মের। সকল ধর্মের মানুষদের জন্য এখানে রয়েছে আলাদা আলাদা কর্মী বাহিনী। স্বাস্থ্যবিধি ও ধর্মীয় রীতি মেনে চলছে কোয়ান্টামের এ সেবা। হাসপাতাল ছাড়াও কাকরাইলে নিজস্ব গোসলখানায় ভাইরাসমুক্ত করে শেষ সজ্জায় সাজিয়ে কবরস্থান বা সমাধি পর্যন্ত চলছে কোয়ান্টামের এ সেবা।
