29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

এড়িয়ে চলুন নকল কসমেটিক, কিনুন আসল পিংক ফ্ল্যাশ

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

মেয়েদের কাছে মেক আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন্দ করে। একটি মেয়ে প্রতিদিন সাজুক আর নাই সাজুক কিন্তু তার ড্রেসিং টেবিলে প্রয়োজনীয় সব মেক-আপের উপাদান থাকবেই।

আজকাল বাজারে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল কসমেটিক প্রোডাক্টের ছড়াছড়ি। আর এটা এখন কোন গোপন ব্যাপারও না। অনেকগুলো টাকা ব্যয় করে নকল কসমেটিক কিনে ভিক্টিম হতে হয়। স্বাস্থ্যের জন্য এই নকল প্রোডাক্টগুলো ক্ষতিকর।

অনেক সময় না জেনে অনেক ধরনের মেক-আপ কিনি যেগুলো মানে ভালো হয় না অথবা ত্বকে সুট করে না, শুধু শুধু টাকাটা জলে যায় আবার যারা নতুন মেক-আপ করছে অথবা শিখছে তাদেরও আসন ।

পিংক ফ্ল্যাশ বিডি এখন মেকআপ প্রেমীদের জন্য একটি আস্থা এর জায়গা । পিংক ফ্ল্যাশ ব্র্যান্ডের পণ্যের মান খুবই ভালো এবং দামও খুব যুক্তিসঙ্গত তাই এটি সবার প্রিয়। বেশ কয়েক বছর হলো পিংক ফ্ল্যাশ ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে। এর এগিয়ে যাওয়ায় ভূমিকা রেখেছে পিংক ফ্ল্যাশ বিডি।

তবে, আজকাল কিছু অসাধু ব্যবসায়ী নকল পিঙ্কফ্ল্যাশ পণ্য বিক্রি করেছে। পিংক ফ্ল্যাশ বিডি বা পিংক ফ্ল্যাশ নাম দিয়ে নকল পণ্য বাজারে আনছে। তাই গুরুতর ত্বকের সমস্যায় পড়ছেন অনেক নারী।

তবে আসল পিঙ্কফ্ল্যাশ পণ্য কোথায় পাব?
www.pinkflashbd.com এই ওয়েবসাইট অথবা Pink Flash BD সোশাল প্ল্যাটফর্ম। পিংক ফ্ল্যাশ বিডি বাংলাদেশে পিংক ফ্ল্যাশ, ফোকালুর, বিউটি গ্লেজড ও অন্যান্য অনেক ব্র্যান্ডের অনুমোদিত বিক্রেতা। তাই আপনি পিংক ফ্ল্যাশ বিডিতে সমস্ত আসল প্রসাধনি খুঁজে পেতে পারেন। পিংক ফ্ল্যাশ বিডির শোরুম থেকেও পণ্য সরাসরি দেখে এবং পছন্দমতো আপনার পণ্যটি কিনতে পারবেন। পিংক ফ্ল্যাশ বিডি শোরুম বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় ৩৮ নং দোকান

এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলোতে কেমিক্যাল থাকে তার উপর যদি নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিজিস, অ্যালার্জি এমন কি স্কিন ক্যান্সারের হবার সম্ভবনা কয়েকগুন বেড়ে যায়। পিংক ফ্ল্যাশে পণ্য অপব্যবহার ও নকল পণ্য বিক্রি নিয়েও সচেতন থাকতে হবে সবার।

ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত