21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আলোক হেলথকেয়ারের বর্ণ্যাঢ্য আয়োজন

বিশেষ সংবাদ

- Advertisement -

১৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হলো ‘‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩”। এ উপলক্ষ্যে আলোক হেলথ কেয়ার লিমিটেড রাজধানীর মিরপুরে সচেতনতা র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করেছে।
সকালে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এসময় মোঃ লোকমান হোসেন বলেন ”সুস্থ জীবন সুন্দর পৃথিবী”। র‍্যালিটি মিরপুর আলোক হাসপাতাল থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে মিরপুর-১০ এর গোলচত্তর হয়ে পুনরায় আলোক হেলথ কেয়ারের সামনে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষ্যে আলোক হেলথকেয়ারের সকল শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ কার্যক্রম। সকাল থেকে সর্বস্তরের মানুষ এই সেবা গ্রহণের জন্য রক্তের নমুনা প্রদান করেন এবং বিকাল থেকে রিপোর্ট সংগ্রহ করে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি জানায় তাদের ৬টি শাখায় আনুমানিক সহস্রাধিক মানুষ এ সেবা গ্রহণ করেছেন।
আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান এম. এ. মজিদ। ‘ডায়াবেটিস ও বিশ্ব ডায়াবেটিস দিবস’ এই প্রতিপাদ্যে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল এডভাইজর ডা. এস এম শহীদুল্লাহ।
র‍্যালি, মেডিকেল ক্যাম্প ও সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. শেখ সালাহউদ্দিন, ল্যাব ডিরেক্টর ডা. এবিএম আব্দুল ওয়াদুদ, ডা. মেহবুব মজিদ, জি এম এডমিন খন্দকার বেলাল হোসেন, হেড অফ ফাইনান্স এস এম আজিজুর রহমান, ডিজিএম মো. হাসিনুর রহমান, ম্যানেজার প্রকিউরমেন্ট মো. আব্দুল লতিফ, ম্যানেজার মার্কেটিং মো. আহসান হাবিবসহ আলোক হেলথকেয়ার এর ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত