
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এর নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে
র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, খুলনা চ্যাপ্টারের সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশন এর প্রধান নগর পরিকল্পনাবিদ আবির উল জব্বার শুক্রবার সকালে র্যালিটি উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী ছারাও সেখানে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদরাও এতে অংশগ্রহন করেন।

এছাড়া সবুজ শহর বিনির্মান শীর্ষক একটি সেমিনার খুলনা বিশ্ববিদ্যালয় এর নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়। সহনশীল ও টেকসই আগামী বিনির্মানে গ্রীন সিটি উদ্যোগ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় গ্রীন সিটি উদ্যোগের অধীন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের এই সেমিনারে গ্রীন সিটির বৈশ্বিক উদাহরণ এবং বাংলাদেশের প্রেক্ষিত শীর্ষক একটি প্রেজেন্টেশন প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয় এর নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এর প্রফেসর ড. মো. আহসানুল কবির।
বাংলাদেশে সবুজ শহর বিনির্মানে বিশদ অঞ্চল পরিকল্পনার গুরুত্ব নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পকিল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম আলোচনা করেন। বাংলাদেশের জন্য স্থানিক পরিকল্পনার রুপরেখা ও তার বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান আলোচনা করেন।
সাংবাদিকের চোখে বাংলাদেশের সবুজ শহর বিনির্মানে নগর পরিকল্পনার ভূমিকা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ।
