
জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক দেয়া হয়েছে । শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি হলরুমে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের উদ্যোগে এই পদক দেয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। পদক প্রদাবের আগে অনুষ্ঠিত হয় একটি আলোচনা অনুষ্ঠা। প্রধান আলোচক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জনাব জহির উদ্দিন মবু। অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক প্রদান করা হয়।

পুষ্টি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার পুষ্টিবিদ নিশাত শারমিন নিশিকে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক ২০২০ প্রদান করা হয়।
