
ভারতের কলকাতায় আবারো একজন মডেল-অভিনেত্রীর আচমকা মৃত্যু। এবার অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
কলকাতার অভিনেত্রী পল্লবী দের রহস্যজনক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, আরেক অভিনেত্রীর মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার রাতে দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনির ফ্ল্যাট থেকে অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীরা বলছেন, বুধবার সন্ধ্যার পর বিদিশার পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিদিশার ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে বেডরুম থেকে বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কিভাবে তার মৃত্যু হয়েছে, এটি হত্যা, না কি আত্মহত্যা- এ সন্দেহের রেশ কাটেনি এখনো।
কলকাতার আর.জি কর হাসপাতালে বিদাশার মরদেহের ময়নাতদন্ত চলছে। পুলিশ জানায়, গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে, একটি সুইসাইড নোটও।
দেড় মাস আগেই ওই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বাবা-মার সঙ্গে থাকছিলেন ২১ বছর বয়সী এই অভিনেত্রী। নিয়মিত মডেলিংয়ের পাশাপাশি ‘ভাঁড়: দ্য ক্লাউন’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি।
মাসুদ মোস্তাহিদ/ফই
