Home চলচ্চিত্র কানের লালগালিচায় রেহানা মরিয়ম নূর

কানের লালগালিচায় রেহানা মরিয়ম নূর

কানের লালগালিচায় রেহানা মরিয়ম নূর

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান-এর অফিসিয়াল সিলেকশনে অবশেষে পা রাখলো বাংলাদেশ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান উৎসব। এ আয়োজনের দ্বিতীয় দিন বুধবার (৭ জুলাই) প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়াম নূর’।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও সিনেমা কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে।

আর সেটি সম্ভব হলো নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এদিকে নির্মাতা সাদ ২০১৬ সালেই নিজের জাত চিনিয়েছেন লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্র দিয়ে। রেহানা মরিয়ম নূর তার দ্বিতীয় নির্মাণ।

বেলা সোয়া তিনটায় শুরু হয় সিনেমাটির প্রথম প্রিমিয়ার। প্রিমিয়ার শুরুর আগে দলের অন্য সদস্যদের নিয়ে মঞ্চে উঠেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

প্রায় ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

তার/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here