
কর্মব্যস্ত দিনে অফিসে দুপুর বেলা টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে যাওয়া আর তা দেখে বসের মন ভার, এ তো জীবন থেকে নেয়া গল্প। তবে স্পেনের মাদ্রিদবাসীদের এমন ভয় নেই। দুপুরের খাবারের বিরতিতে বিশ্রাম নিতে পার্কেও বা গাছতলায় শুয়ে পড়তে হচ্ছে না তাদের। তাদের আছে এমন এক বার, যেখানে গিয়ে ঘুমানো যায়।
বারটির নাম ‘সিয়েস্তা অ্যান্ড গো’ ন্যাপবার। শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত অভিনব এ স্থানে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে এ বার। ১৯টি বিছানা রয়েছে যেগুলো ঘণ্টা ও মিনিট হিসেবে ভাড়া দেয়া হয়। প্রাইভেট বা শেয়ারড যেকোনো রুমই ভাড়া নেয়া যায়। প্রাইভেট রুমের ভাড়া ঘণ্টাপ্রতি ১৫ ডলার। এখানে কাজ করার জায়গা ও আর্মচেয়ারও আছে, কেউ চাইলে শুধু বিশ্রাম নিতে ও বই পড়তে পারবেন।
স্পেনের একজন অফিসকর্মী সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, ‘অফিস থেকে আমার বাসা অনেক দূরে। প্রতিদিনই যখন ক্লান্ত হয়ে পড়ি তখন সিয়েস্তায় আসাটা বিশেষ দরকারি হয়ে দাঁড়ায় আমার জন্য’।
সিয়েস্তায় ঘুমানোর জন্য আছে পরিষ্কার নাইট শার্ট, বেডশিট, কম্বল ও আরামদায়ক বালিশ। আরও আছে ওয়াইফাই, কফি, পত্রিকা আর স্যান্ডেলও। সময়মতো ঘুম না ভাঙ্গার ভয় নেই। এখানে কর্মরতরা সময়মতোই ঘুম ভাঙিয়ে দেন।
তবে অনেক স্প্যানিশ মনে করেন, এভাবে ঘুমাতে যাওয়াটা অবাস্তব, এমনটিই জানিয়েছে ভয়েস অফ আমেরিকা।
বিশেজ্ঞরা বলছেন, কাজের ফাঁকে ঘুমকে বলা হয় সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক কর্মক্ষমতা বৃদ্ধিকারক। এরকম ঘুমের পর শক্তি ফিরে আসে, ভুলে যাওয়া স্মৃতি মনে পড়ে, কাজের প্রেরণা ফিরে আসে, সবচেয়ে বড় কথা, মনযোগ ফিরে আসে। এভাবে ঘুমিয়ে নেয়ার পর একজন ব্যক্তি কোনো সমস্যা সমাধানে দ্বিগুন শক্তি পান।
মাহা/জাআ//
