
উত্তর কোরিয়াকে উস্কানি দিতে মানা করলেও এবার নিজেই দেশটিকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে নেওয়া যেকোনো সামরিক ব্যবস্থা ‘বিধ্বংসী’ হবে বলেছেন তিনি। সামরিক ব্যবস্থাকে দ্বিতীয় বিকল্প উল্লেখ করে তিনি বলেন, “এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি”।
এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউজ। এর পরেই সেখান থেকে একই রকম পাল্টা বক্তব্য আসায় উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।