
প্রতিবছরই সহশিল্পীদের জন্য ঈদের আনন্দ ভাগ করে নেন চিত্রনায়িকা পরিমনি। এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্য তিনি ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে মাংস বিতরণ করে থাকেন। এবছর সহশিল্পীদের জন্য এবার চারটি গরু কোরবানি দিচ্ছেন পরি।
এবার সহশিল্পীদের জন্য নিজেই গরু আনলেন পরিমনি। রোববার রাতে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। হাট থেকে ট্রাকে করে গরু নিয়ে আসার সময় ছবিগুলো তুলেছেন পরি।
ঈদের সকালে এফডিসিতে গরুগুলো কোরবানি দেওয়া হয়। এরপর তা বিলিয়ে দেওয়া হয়েছে চলচ্চিত্রের অসচ্ছল আর দুস্থ শিল্পীদের মধ্যে।
২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরিমনি। প্রথম বছর এফডিসিতে একটি গরু কোরবানির মধ্য দিয়ে শুরু হলেও পরের বছর দুইটা এবং ২০১৮ সালের কোরানির ঈদে তিনটি গরু কোরবানি দেন পরি।
/মার