
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে লাপাত্তা কক্সবাজারের পুলিশ সদস্য রাসেল চন্দ্র দে। তার এমন কাণ্ডে অবাক পরিবারের সদস্যরা। তারা বলছেন, রাসেল স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন বলে দুবাই প্রবাসী ভাইকে জানিয়েছেন। তবে যোগাযোগ করেননি তাদের সঙ্গে।
নেদারল্যান্ডসে নিরুদ্দেশ হওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য রাসেল চন্দ্র দে’র বাড়ি কক্সবাজারের পল্লানকাটা পাহাড়ি এলাকায়। বাড়িতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সন্তানের জন্য কান্নায় ভেঙে পড়েন বাবা-মা।
নেদারল্যান্ডসে যাওয়ার পর পরিবারে সাথে কথা হয় বেশ কয়েকবার। রাসেল সেখানে তোলা ছবিও পাঠান পরিবারের কাছে।
তবে রাসেল কারো খপ্পরে পড়েনি। তার দুবাই প্রবাসী বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। রাসেল জানিয়েছেন তিনি স্বেচ্ছায় নেদারল্যান্ডসে আত্মগোপন করেছেন। ছেলের এ ধরনের কাণ্ডে হতবাক বাবা।
গত ৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আট সদস্যের একটি দল নেদারল্যান্ডসে যায় ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে। পরে সেখান থেকে আত্মগোপনে যান রাসেল চন্দ্র দে ও শাহ আলম নামের দুইজন কনস্টেবল। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরে ‘মিসিং রিপোর্ট’ হয়েছে।
