
অ্যাকশন এইডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ইমরান খান সরকার। দেশটিতে কাজ করা ১৮টি বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ এবং দেশ ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশনা দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন এইড এই তথ্য জানিয়েছে। বেশিরভাগ সংস্থা দেশটিতে মানবিক সহায়তা নিয়ে কাজ করে।
তবে সরকারের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে, একটি এনজিও রাষ্ট্রবিরোধী কাজ করছে। পাকিস্তানে অ্যাকশন এইডের পরিচালক আব্দুল খালেক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তাদের বহিষ্কারের নোটিশ পাঠানো হয়েছে। তবে কারণ উল্লেখ করা হয়নি।
একটি সংস্থার জন্য এতগুলো এনজিওকে নিষিদ্ধ করার কঠোর সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানে। তবে কোন এনজিও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সেটা প্রকাশ করা হয়নি।
আহা/তুখ/জাআ
