
চীন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি হওয়া পণ্যের উপর আবারও শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া চীনা পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।
এর আগে ৫০ বিলিয়ন ডলার পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীনও সমপরিমাণ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে৷ ৫০ বিলিয়ন ডলার মূল্যমানের ৬৫৯টি পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং।
এদিকে চীনের ওপর নতুন করে ২০০ বিলিয়ন ডলার মূল্যের সমপরিমাণ পণ্যে শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করেছে বেইজিং৷ দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণাকে ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেছে৷ যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত কার্যকর করলে সমপরিমাণ পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে চীন৷
ট্রাম্প বলেন,‘চীন তাদের শুল্ক বৃদ্ধি করে, আমরা আরও অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করব। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক ভারসাম্যপূর্ণ হওয়া উচিত।’
এদিকে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক আরও অবনতির আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে।
জাআ//মাও
