29 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

যুক্তরাষ্ট্রে ক্যাভানো-বিরোধী তিনশ’ আন্দোলনকারী গ্রেপ্তার

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেট ক্যাভানোর নিয়োগকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কাভানোর নিয়োগ বাতিল চেয়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অসংখ্য আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। কমেডি অভিনেতা এমি শুমার ও ফ্যাশন মডেল এমিলি রাতাজকোওস্কিসহ ৩০২ জনকে পুলিশ আটক করেছে।

 

যৌন হয়রানির অভিযোগ উঠেছে ক্যাভানোর বিরুদ্ধে। তার নিয়োগ যতই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের মাত্রা ততই বাড়ছে। ওয়াশিংটনে বৃহস্পতিবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক নারী। হাজার হাজার আন্দোলনকারী ক্যাভানোর এখনকার কর্মস্থল আপিল আদালতের বাইরে থেকে বিক্ষোভ শুরু করেন। পরে সুপ্রিম কোর্টের বাইরের প্রাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ অগ্রসর হয় ক্যাপিটল হিলের দিকে। এসময় তারা ‘ক্যাভানোকে চলে যেতে হবে’ বলে স্লোগান দেয়।

 

বিক্ষোভকারীরা পরে সিনেটের একটি দাপ্তরিক ভবনের বাইরে অবস্থান নিলে পুলিশ তাদের ঘিরে ফেলে। আন্দোলনকারীদের সরে যেতে বললেও, তারা রাজি না হওয়ায় শুরু হয় ধরপাকড়।

 

ব্রেট ক্যাভানোর নিয়োগ নিয়ে আজ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাহা/তুখ/আহা//

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত