
বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে আয়োজিত হচ্ছে টক শো। এসব শো-তে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়, রাগে বা বিরক্তিতে শো-এর মাঝপথে কোনো বিশেষজ্ঞ বের হয়ে যাওয়া নতুন কিছু নয় । তবে পাকিস্তানের একটি টিভি শোতে সম্প্রতি দেখা গেল এক তোলপাড় কাণ্ড ।
সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলের লাইভ টক শো চলছিল। হঠাৎই সেখানে শুরু হলো মারামারি! অনুষ্ঠানে উপস্থিত এক পাকিস্তানি সাংবাদিককে শারীরিক আক্রমণ করলেন ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের একজন নেতা। পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, প্রতিদিনের মতো চলছিল টিভির আলোচনা বা টক শো। অন্যান্য অতিথির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিক মনসুর আলি সিয়াল ও সাংবাদিক ইমতিয়াজ খান ফারান। একপর্যায়ে মনসুর আলির সঙ্গে ইমতিয়াজ খানের কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সাংবাদিকের ওপর লাইভ শোতেই চড়াও হন পাকিস্তানি নেতা। ঘুষি, থাপ্পড়, লাথি কিছুই বাকি ছিল না।
লাইভ শোতে এমন অবস্থা দেখে ছুটে আসেন স্টুডিওতে হাজির অন্যান্য অতিথি এবং সংবাদমাধ্যমের কর্মীরাও। তারা দু’জনকে ঠান্ডা করার চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ বাকবিতণ্ডা চলার পর মেজাজ ঠান্ডা হলে আবারও শুরু হয় শো। পুরো ঘটনাই ধরা পড়ে লাইভ ক্যামেরায়।
ফাআ/জার/ফাআ
