
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আর বাংলাদেশে নেই। এটির শক্তি শেষ হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানার আগাম সতর্কতাও জানিয়েছে।
গতরাত ৯টা নাগাদ বাংলাদেশ উপকূলে আঘাত হানে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কেন্দ্রভাগ। গতিবেগ ছিলো ঘণ্টায় ৭৪ কিলোমিটারের মতো। এর প্রভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে, দেখা দেয় টানা বৃষ্টি।
ঝড়বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কের পাশাপাশি অলিগলিতেও পানি জমে যায়। ভেঙ্গে পরে গাছপালা। স্থবির হয়ে যায় জনজীবন।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ বিপদমুক্ত হয়েছে ভোর হওয়ার আগেই। তবে এখানেই শেষ নয়।
আবহাওয়াবিদ মান্নান জানান, ৫ থেকে ৭ ডিগ্রি তাপমাত্রা কমলেও, শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।
আবহাওয়াবিদরা বলছেন, যেকোন আগাম সতর্কবার্তা জনসাধারণ গুরুত্বের নিলে কমবে জানমালের ক্ষয়ক্ষতির মাত্রা।
মাজহারুল ইসলাম/ফই
