পুরো হলিউড সরগরম প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে। যৌন হয়রানির অভিযোগের কারণে হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে অস্কার বোর্ড থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
হার্ভি ওয়াইনস্টিন হলিউডের একজন প্রভাবশালী প্রযোজক। বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা। তার সিনেমা এ পর্যন্ত তিনশোর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে,দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের পর্ষদ সভায় দুই তৃতীয়াংশের বেশি ভোটে ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ৫ অক্টোবর দ্য নিউইয়র্ক টাইমস ও ১০ অক্টোবর দ্য নিউ ইয়র্কার পত্রিকা ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অভিনেত্রী, মডেল, প্রযোজনা সংস্থার কর্মীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হওয়ার বেশ কয়েকটি ঘটনা উঠে আসে।
ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আরও অনেক মডেল, অভিনেত্রীরা কথা বলেছেন হার্ভির বিরুদ্ধে। হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নামীদামী অভিনেত্রী ও মডেলরা। এদের মধ্যে রয়েছে অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যাল্ট্রো, কারা ডালাভিনেন, হিথার গ্রাহাম, অ্যাশলে জুড, লি সিডু, কেট বেকিনসেলসহ অনেকই। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন হার্ভি।
অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান টুইটারে হার্ভির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘হার্ভির আচরণ আমার অভিনয়জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা। সেই আচরণ দেখার পরই আমি ঠিক করেছিলাম তার সঙ্গে আর কাজ করব না। এমনকি যখনই আমাকে কেউ জানিয়েছে, সে হার্ভির সঙ্গে কাজ করতে যাচ্ছে, তখনই আমি তাকে সাবধান করে দিতাম।
অ্যাকাডেমি অব মোশন পিকচার এক বিবৃতিতে বলেছে, ওয়াইনস্টিনকে বহিষ্কারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিতে চায় যে, চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির বিষয়ে চোখ বন্ধ রাখার দিন শেষ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও ওয়াইনস্টিনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
- Advertisement -

- Advertisement -
