24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ৮০ বছরের অভিনেতা

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা বিল কসবি। পেনসিলভানিয়ার একটি আদালত বিল কসবিকে ২০০৪ সালে এক মাদকদ্রব্য সেবন করিয়ে যৌন নির্যাতনের অভিযোগে তাকে অভিযুক্ত করে ১০ বছরের কারাদন্ড দিয়েছে।

অভিযোগকারীর নাম এ্যানদ্রিয়া কন্স্যান্ড। ৪৫ বছরের এ্যানদ্রিয়া কন্স্যান্ড ওই সময় টেমপল বিশ্ববিদ্যালয়ের মহিলা বাস্কেটবল দলের তত্ত্বাবধায়ক ছিলেন।

এ নিয়ে বেশ কয়েকবার ৮০ বছর বয়সী বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ উঠলো । তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছিলেন কসবি। জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয় বলে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন কসবি। তবে এই অভিযোগের ব্যপারে সাংবাদিকদের কিছুই জানানি এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা।

এ্যানদ্রিয়া কন্স্যান্ড (মাঝে)

উল্লেখ্য, আশির দশকে যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কসবি শো’ তে তিনি বাবার চরিত্রে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পান।

 

জাআ//
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত