
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা নবতিপর হীরাবেন, বিজেপি সরকারের নোট বাতিলের সময়ে তাঁর ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতি মতো সাড়া জাগিয়েছিল। ওই ছবি দিয়ে বিজেপি বোঝাতে চেয়েছিল, মোদীর মা এমনই সাদামাঠা।
ফের সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা। ৩ মে ২০১৮ বৃহস্পতিবার ছবিটি টুইট করে বিজয় সাম্পলা লেখেন, ‘প্রধানমন্ত্রীর মা এখনও অটো চড়েন। অথচ রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী বিশ্বের চতুর্থ ধনী রাজনীতিবিদ।’
কিন্তু ছবিতে নরেন্দ্র মোদীর মা নবতিপর হীরাবেনের ডান হাতটি ধরে রয়েছে অন্য কারও হাত। যার শরীর নেই! ফলে প্রশ্ন— ‘কার হাত?’ কেউ বললেন, ফোটোশপের ভূত। অনেকে আবার বলছেন, ছবিটি ২০১৪-তে তোলা। ভোট দিতে যাচ্ছিলেন হীরাবেন। সে ছবিতেও নাকি ছিল এমনই ভুতুড়ে হাত!
Our Beloved PM Shri @narendramodi ‘s Mother is still travelling in Auto, While @RahulGandhi ‘s Mother is the World’s 4th Wealthiest Politician!#NarendraModi pic.twitter.com/HsLuTBYUaI
— Vijay Sampla MoS (@vijay_sampla) May 4, 2018
ফাই/জাআ//
