- Advertisement -

অবশেষে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমের প্রথম জয় পেলো, ম্যানচেস্টার ইউনাইটেড।চলতি মৌসুমের শুরু থেকেই পর্তুগিজ তারকার গোলের খরা কাটছিলো না।
ফর্মে না থাকায়, ইংলিশ প্রিমিয়ার লিগে মূল একাদশে জায়গাও হারান। অবশেষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে, গোলের দেখা পেলেন। গতরাতে শেরিফ তিরাসপোলের বিপক্ষে, পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। দল জিতেছে ২-০ গোলে।
ফই//
- Advertisement -
